শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

শরীয়তপুর জেলা যুব সংহতির আহবায়ক সুজন ও সদস্য সচিব সিয়াম

শরীয়তপুর প্রতিনিধি:

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ০৭:৩৫

শেয়ার

শরীয়তপুর জেলা যুব সংহতির আহবায়ক সুজন ও সদস্য সচিব সিয়াম
ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় যুব সংহতি শরীয়তপুর জেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক অনুমোদন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে দলীয় প্যাডে বাংলাদেশ জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. হারুন-অর-রশিদ ও সদস্য সচিব মো. খলিলুর রহমান সাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এতে এরদোয়ান সুজন-কে আহবায়ক ও মো. সিয়াম-কে সদস্য সচিব করা হয়। এ কমিটির অনান্য নেতৃবৃন্দ হলেন-যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন, মো. হৃদয় মোল্লা, সোহাগ সরদার, মো. সোরহাব খান, সদস্য আক্তার হোসেন খান, আল-আমিন বেপারী, মো. স্বপন চৌকিদার, মো. শাহীন সিকদার, সাগর বোস, মো. এসকেন্দার মির্জা,

টোটন চন্দ্র দাস, মো. মামুন সরদার,

আশিক বেপারী, মো. সিহাবুল ইসলাম ও

মো. সজিব সরদার।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, বাংলাদেশ জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. হারুন-অর-রশিদ ও সদস্য সচিব মো. খলিলুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অন্যদিকে, নবনির্বাচিত নেতৃবৃন্দকেও দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।



banner close
banner close