শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

ফতুল্লায় আগুনে পুড়ল ২০ বসতঘর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ০৬:৪৬

শেয়ার

ফতুল্লায় আগুনে পুড়ল ২০ বসতঘর
নারায়ণগঞ্জের ফতুল্লায় বমতঘরে আগুন লাগে। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে গেছে অন্তত ২০টি বসতঘর। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ইসদাইর এলাকার একটি টিনসেড ঘরে আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, তারা মিয়ার মালিকানাধীন একটি টিনসেড বাড়ির দ্বিতীয় তলার একটি ঘরে হঠাৎ আগুন লাগে। দ্রুতই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মণ্ডলপাড়া হাজীগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, আগুনে প্রায় ২০টি ঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।



banner close
banner close