শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

টঙ্গীতে ড্রেনে পড়ে নারী নিখোঁজ: সন্ধানে ব্যর্থতা, মহাসড়ক অবরোধে জনদুর্ভোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫ ২১:৫৪

শেয়ার

টঙ্গীতে ড্রেনে পড়ে নারী নিখোঁজ: সন্ধানে ব্যর্থতা, মহাসড়ক অবরোধে জনদুর্ভোগ
ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া নারী ফারিয়া তাসনিম জোতির (৩২) সন্ধানে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার স্বজন ও স্থানীয় জনতা।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে প্রায় আড়াই ঘণ্টা ধরে হোসেন মার্কেট এলাকায় মহাসড়কে অবরোধ চলতে থাকে। এতে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

নিখোঁজ নারীর চাচাতো বোন শুকতারা ইসলাম ঐশী জানান, ফারিয়া তাসনিম জোতি চুয়াডাঙ্গা সদর উপজেলার বাগানপাড়া গ্রামের মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে। তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন এবং নিকুঞ্জ এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার দুই দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন নিখোঁজ নারীকে উদ্ধার বা সন্ধান দিতে পারেনি। তারা বলেন, দায়িত্বশীল দপ্তরগুলোর চরম গাফিলতির কারণেই এখনও জোতির কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ৯টার দিকে হোসেন মার্কেট এলাকার একটি ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যান জোতি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই নারীর সন্ধান মেলেনি।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, “টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট উদ্ধারকাজ চালিয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ নারীর সন্ধান পাওয়া যায়নি।”

এদিকে, উদ্ধার তৎপরতায় ধীরগতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। দ্রুততম সময়ে নিখোঁজ নারীকে উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।



banner close
banner close