শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

মহেশপুরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫ ২০:২৮

শেয়ার

মহেশপুরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ছবি সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার পলিয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়িতে খাবার খাওয়ার সময় উজ্জল হোসেনের সঙ্গে তার ছোট ভাই জামাল হোসেনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উজ্জল হোসেন ছুরি দিয়ে জামালের বুকে আঘাত করেন। এতে জামাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার পর থেকে অভিযুক্ত উজ্জল হোসেন পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারের পর বিস্তারিত জানানো হবে।



banner close
banner close