শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

কুমিল্লায় বিদ্যুৎ বিভাগের উদাসীনতায় ফুটপাতে ঝুঁকিপূর্ণ ট্রান্সফরমার

কুমিল্লা প্রতিনিধি:

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫ ১৬:২৪

শেয়ার

কুমিল্লায় বিদ্যুৎ বিভাগের উদাসীনতায় ফুটপাতে ঝুঁকিপূর্ণ ট্রান্সফরমার
ছবি সংগৃহীত

কুমিল্লা সিটি কর্পোরেশনের ০৮নং ওয়ার্ড বিসিক এলাকায় ফুটপাতের ওপর বিদ্যুৎতের ট্রান্সফরমার যেন মরণফাঁদে পরিণত হয়েছে। ট্রান্সফরমার খুঁটিতে নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা থাকলেও কুমিল্লা বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ এর উদাসীনতার কারনে ফুটপাতে দেখা মিলল সচল বৈদ্যুতিক ট্রান্সফরমার।

বিসিক শিল্প এলাকায় অবস্থিত স্থানীয় খন্দকার ফুড ইন্ড্রাষ্ট্রিজ এর চেয়ারম্যান ফিরোজ খন্দকার প্রতিবেদককে বলেন, আগের মতোই ঝুঁকিপূর্ণ রয়ে গেছে বিদ্যুতিক ট্রান্সফরমার। ফুটপাত থেকে অন্যত্র ট্রানসফরসার প্রতিস্থাপনের বিষয়ে বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ বালুতুপা’কে বহুবার অভিযোগ জানানো হলেও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলায় ট্রান্সফরমার ফুটপাতেই রয়ে গেল, খুঁটিতে আর বসানো হলো না। রাস্তার ওপর একটি বড় বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপন করা একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। এটি পথচারী এবং যানবাহন উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়াও, এটি পরিবেশগত সমস্যা সৃষ্টি করতে পারে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটি দেখা দিতে পারে। এতে করে যে কোন সময় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার মত বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাতে পারে।

এদিকে বিসিক শিল্প এলাকায় সরেজমিনে গেলে দেখা যায়, দুপাশে খুঁটি থাকলে খুঁটিতে না বসিয়ে ফুটপাতের ওপর বসানো হল সচল বড় ট্রান্সফরমার। ছোট বড় প্রায় ১১০টি ফ্যাক্টরি বর্তমানে সচল রয়েছে। ফ্যাক্টরি গুলোতে প্রায় ১৫ হাজার শ্রমিক-কর্মকর্তা কর্মরত রয়েছে। ফ্যাক্টরির কর্মকর্তা-কর্মচারীরা ডিউটির শুরুতে ও শেষে আসা যাওয়ার করছে এই ট্রান্সফরমার ঘেষে। ট্রান্সফরমারের বৈদ্যুাতিক ঝুঁকি থেকে বাঁচার জন্য রাস্তার উপর দিয়ে চলাচল করতে দেখা গেছে সাধারণ শ্রমিক ও শিশুদের।

আশিক আহম্মেদ নামের এক শ্রমিক বলেন, আমরা শ্রমিক দেখে আমাদের কি মূল্য নেই, বৈদ্যুতিক সচল ট্রান্সফরমারের বিদ্যুৎ স্পর্শে শ্রমিকদের মৃত্যু অস্বাভিক ভাবে হতে পারে। ফুটপাত দখল করে মানুষ চলাচলে বিঘœ ঘটায় এবং বিদ্যুৎ বিতরণ বিভাগ কুমিল্লা-২ বালুতুপা শাখা মক্কা ফ্যাক্টরির সামনে অবস্থিত খুঁটিতে ট্রান্সফরমার না বসিয়ে মানুষ চলাচলের জায়গায় ফুটপাতের ওপর বসালেন। এতে ট্রান্সফরমার থেকে মানুষ রক্ষা পেলেও সড়ক দুর্ঘটনায় যেন মানুষের মরণও হতে পারে।

এদিকে দায় এড়িয়ে বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ এর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এইচ এম ফিরোজ বলেন, আমি আপনার কাছ থেকে মাত্র জেনেছি যে, বৈদ্যুাতিক খুঁটিতে সচল ট্রান্সফরমার না বসিয়ে ফুটপাতের ওপর রেখে বিদ্যুৎ সংযোগ সচল রেখেছে। আমি বিষয়টি দ্রুত সমাধান করার ব্যবস্থা করছি।



banner close
banner close