ফারিয়া তাজনিম জ্যোতি (৩২)। রাজধানীর মিরপুরে বসবাস করা জ্যোতি মনি ট্রেডিং কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
রোবিবার রাত আনুমানিক ৯টা থেকে নিখোঁজ রয়েছেন জ্যোতি। একই সময়ে গাজীপুরের টঙ্গীতে ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় মিলেছে না দীর্ঘ সময়েও।
এমন পরিস্থিতে চুয়াডাঙ্গার বাসিন্দা সুকতারা ইসলাম ঐশী দাবী করেছেন, ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারী জ্যোতি তারই চাচাতো বোন হতে পারে। কারণ গতকাল রাত থেকে তারও সন্ধ্যান পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, আমার বোন রবিবার টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি অফিস ভিজিট করতে যান। রাত হয়ে গেলেও বাসায় না আসায় আমরা চিন্তিত হয়ে পড়ি। পরে তার ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়।
ঐশি বলেন, রাতে ফেসবুক ও বিভিন্ন টিভি চ্যানেলের খবরের মাধ্যমে জানতে পারি একই এলাকায় একজন নারী ম্যানহোলে পড়ে যায়। এতে করে আমরা ধারণা করছি ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারী আমার বোন জ্যোতি।
ঐশি আরও বলেন, ফায়ার সার্ভিস নিখোঁজ নারীকে উদ্ধার করতে অভিযান চালাচ্ছে। তবে মরদেহ খুঁজে না পাওয়া পর্যন্ত সঠিক ভাবে বলা যাচ্ছে না, যে সেই আমার বোন কিনা।
এদিকে, চুয়াডাঙ্গার এক জ্যেষ্ঠ সাংবাদিক তার ফেসবুকে লিখেছেন- ঢাকায় কোনো এক এজেন্সিতে চাকরি করতো জ্যোতি। চুয়াডাঙ্গা বাগানপাড়ায় একই যায়গায় আমাদের বাড়ি। প্রয়াত পৌর কমিশনার বাবলু ভাইয়ের একমাত্র মেয়ে। গতকাল রবিবার রাত আটটা থেকে জ্যোতির ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী টঙ্গীর হোসেন মার্কেটের ঠিক এইখানে কাছাকাছি সময়ে (রাত আটটার দিকে) এক নারী নাকি ড্রেনে পড়ে গেছে। ফায়ার সার্ভিস রাতেই উদ্ধার অভিযান চালিয়েছে - কাউকে পাওয়া যায়নি।
কিছুক্ষণ আগে আমার এক সহকর্মীর কাছ থেকে জানতে পারলাম , সকালে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। জানিনা কোন খারাপ খবর পেতে যাচ্ছি.... আল্লাহ রহম করো। অলৌকিক কিছু আশা করছি।
উল্লেখ্য, ফারিয়া তাজনিম জ্যোতি চুয়াডাঙ্গা জেলার সদরের বাগানপাড়ার বাসিন্দা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর প্রয়াত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে।
আরও পড়ুন:








