হবিগঞ্জে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলমান বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে। ৫৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গত তিন দিনে চারটি পৃথক অভিযানে প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য, গরু ও মাদকদ্রব্য জব্দ করেছে।
গত ২৫ জুলাই ভোরে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি পরিবহন থেকে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৩৩৯ কেজি জিরা, ৫ হাজার ৪০০ কেজি ফুচকা, চকলেট, বিস্কুট, আয়ুর্বেদিক ট্যাবলেট, সিগারেট, আতশবাজি এবং অন্যান্য সামগ্রী। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
এছাড়া সাতছড়ি ও গুইবিল এলাকায় আরও দুটি অভিযানে ২২৯টি ভারতীয় শাড়ি ও ৬টি চোরাই গরু জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। একইসঙ্গে তেলিয়াপাড়া এলাকা থেকে ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, "সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ। জব্দকৃত পণ্যসমূহ নিয়ম অনুযায়ী কাস্টমসে হস্তান্তর করা হচ্ছে।"
তিনি আরও জানান, চলতি জুলাই মাসের শুরু থেকে এ পর্যন্ত ৫৫ বিজিবির অভিযানে মোট ৩ কোটি ৫ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের নিয়মিত অভিযান চোরাচালান রোধে কার্যকর ভূমিকা রাখছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আরও পড়ুন:








