শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

হবিগঞ্জে গোপন অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধার, সিএনজি জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫ ১২:৪৫

শেয়ার

হবিগঞ্জে গোপন অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধার, সিএনজি জব্দ
ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি গাঁজা ও একটি সিএনজি জব্দ করেছে পুলিশ।

২৭ জুলাই গভীর রাতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুল বসরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সূত্রে জানা যায়, তেলিয়াপাড়া পুরাতন পুলিশ ফাঁড়ির সামনের সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় গাঁজা পাচারের প্রস্তুতি চলছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে এবং ব্যবহৃত সিএনজি জব্দ করে।

তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ইনচার্জ খায়রুল বসর।

পুলিশ বলছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।



banner close
banner close