শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা, তীব্র যানজটে বেড়েছে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫ ১২:০৬

শেয়ার

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা, তীব্র যানজটে বেড়েছে দুর্ভোগ
ছবি: সংগৃহীত

নিম্নচাপের পর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত আছে চট্টগ্রামে। এ কারণে নগরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে দেখা দিয়েছে তীব্র যানজট।

সোমবার সকালে সড়কের কোথাও কোথা হাঁটু পরিমাণ পানি জমতে দেখা গেছে। এ কারণে কোথাও কোথাও সৃষ্টি হয়েছে তীব্র যানজটও। আবার এ সুযোগে বাড়তি ভাড়া নিচ্ছেন বিভিন্ন গাড়িচালকরা। বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা আর রিকশাচালকরা আদায় করছেন ইচ্ছেমতো ভাড়া। সবমিলিয়ে ভোগান্তিতে পড়েছেন দৈনন্দিন কাজে বের হওয়া লোকজন।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরের জিইসি, দুই নম্বর গেট, বাকলিয়া, আগ্রাবাদ, চান্দগাঁওসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কসমোপলিটান আবাসিক এলাকার বাসিন্দা ও গৃহবধূ নাজমা বেগম বলেন, সকালে ছেলেকে নিয়ে স্কুলে যেতে বের হয়েছি, কিন্তু সড়কে পানি থাকায় হেঁটে যাওয়া যাচ্ছিল না। রিকশাচালকও ৩০ টাকার ভাড়া ৫০ টাকা নিলেন।

একজন ভুক্তভোগী বিষয়টি শেয়ার করে ফেসবুকে লিখেছেন, চট্টগ্রামের সিরাজ-উদ-দৌলা রোডে সাবেরিয়া এলাকায় রাস্তায় হাঁটু পরিমাণ পানি। দীর্ঘ ২ কিলোমিটার যানজট। বিকল্প রাস্তা ব্যবহার করে অফিস, আদালতে যান।



banner close
banner close