চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের হালিশহর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল আলীমকে ঘুষ গ্রহণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদীর স্বাক্ষরে রোববার (২৭ জুলাই) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, একজন ভ্যাটদাতার কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী আব্দুল আলীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন সময়ে তিনি সদর দপ্তরে নিয়মিত উপস্থিত থাকবেন এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবেন না। এ সময় তিনি বিধি মোতাবেক ভাতা পাবেন।
আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
আরও পড়ুন:








