শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

নওগাঁ থেকে চুরি যাওয়া ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ২

নওগাঁ প্রতিনিধি:

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫ ১৮:১৪

শেয়ার

নওগাঁ থেকে চুরি যাওয়া ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ২
ছবি সংগৃহীত

নওগাঁর ধামইরহাট থেকে চুরি হওয়া একটি ট্রাক রাজধানীর কলাবাগান এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকার উত্তরা ও ধানমন্ডি এলাকা থেকে।

শনিবার (২৬ জুলাই) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ধামইরহাট থানা পুলিশ। রোববার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ধামইরহাট উপজেলার দক্ষিণ চকযদু গ্রামের আবু ইউসুফ (পিতা: আ. খালেক) এবং জয়পুরহাটের কালাই উপজেলার নানাহার গ্রামের তাইফুল ইসলাম (পিতা: জাইরুল ইসলাম)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই ভোরে উপজেলার টিএন্ডটি মোড় এলাকা থেকে ‘অশোক লেল্যান্ড IFAD TUSKER JUNIOR, 1214il SC’ মডেলের একটি ট্রাক চুরি হয়। এ ঘটনায় ২৪ জুলাই থানায় মামলা দায়ের করলে তদন্তের দায়িত্ব পান এসআই মনিরুজ্জামান।

এসআই মনিরুজ্জামান জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে তিনি সঙ্গীয় চারজন পুলিশ সদস্যকে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালান। তার নেতৃত্বে মধুমতি মডেল টাউন এলাকা থেকে চুরি যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়। এর আগে উত্তরা ও ধানমন্ডি থেকে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়।

ওসি ইমাম জাফর জানান, মামলার পর তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। উদ্ধারকৃত ট্রাক ও আটক দুই আসামিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।



banner close
banner close