শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

মাদারীপুরে বোমা বিস্ফোরণ ও লুটপাট: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫ ১৭:২৮

শেয়ার

মাদারীপুরে বোমা বিস্ফোরণ ও লুটপাট: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ
ছবি সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের দুর্গম হোগলপাতিয়া চরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম আবুল হাওলাদারের বিরুদ্ধে। শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঝাউদী ইউপি চেয়ারম্যান আবুল হাওলাদার দীর্ঘদিন ধরে চরাঞ্চলে প্রভাব বিস্তার করে একটি লাঠিয়াল বাহিনী পরিচালনা করছেন। এলাকাবাসীর অভিযোগ, ওই বাহিনী পরিচালনার জন্য তিনি স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করেন। চাঁদা না দেওয়ায় শুক্রবার রাতে চেয়ারম্যানের নেতৃত্বে ৭০-৮০ জনের একটি সশস্ত্র দল আক্তার বেপারী ও গিয়াসউদ্দিন বেপারীর বাড়িতে হামলা চালায়। তারা চারটি বসতঘর ভাঙচুর করে, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নেয় এবং ভয়ভীতি ছড়াতে বিস্ফোরণ ঘটায় অর্ধশতাধিক হাতবোমা। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী আক্তার বেপারী জানান, “রাতে অতর্কিতে আমাদের বাড়িতে হামলা চালানো হয়। ঘরের দরজা-জানালা ভেঙে সব কিছু লুটে নেয়। আমাদের কোনো নিরাপত্তা নেই, প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”

গিয়াসউদ্দিন বেপারীর স্ত্রী হাছিনা বেগম বলেন, “বোমার বিস্ফোরণে আমরা আতঙ্কে পড়ি। এরপর পুরুষ সদস্যরা পালিয়ে গেলে হামলাকারীরা বাড়িতে ঢুকে লুটপাট ও ভাঙচুর চালায়।”

অভিযুক্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম আবুল হাওলাদারের বক্তব্য নেওয়ার জন্য তার বাসায় যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”



banner close
banner close