সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কবিতা নাগ (৫০) নামের এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কবিতা নাগ চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। রবিবার (২৭ জুলাই) সকালে নিজ বাড়ির বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার চান্দাইকোনা নাগপাড়ায় স্বামী আকাশ বিশ্বাস এবং ছোট মেয়ে বর্ষা নাগকে নিয়ে বসবাস করতেন কবিতা নাগ। শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন ভোরে বিছানায় না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে বাড়ির বারান্দার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্বামী আকাশ বিশ্বাস জানান, “আমার স্ত্রী মানসিকভাবে কিছুদিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। ধারণা করছি, সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, “সাম্প্রতিক সময়ে তার কথাবার্তা ও আচরণে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। বিষয়টি আমরা লক্ষ্য করে পরিবারকেও জানিয়েছিলাম।”
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই নিশ্চিত করে বলা যাবে।”
এদিকে শিক্ষিকার রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা চলছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:








