শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

আধুনিক কৃষি ও তরুণ কৃষকদের প্রশিক্ষণে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫ ১৫:২৪

শেয়ার

আধুনিক কৃষি ও তরুণ কৃষকদের প্রশিক্ষণে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগ
ছবি সংগৃহীত

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) চাঁপাইনবাবগঞ্জের নাচোল কৃষি অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আধুনিক কৃষি ও কৃষি উন্নয়ন প্রকল্পের একটি প্রশিক্ষণ কর্মশালা।

রবিবার (২৭ জুলাই) দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করেন নাচোল উপজেলার ৫০ জন তরুণ কৃষক।

প্রশিক্ষণ কর্মশালায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ ব্যবহার, পরিবেশ-বান্ধব সেচ ব্যবস্থাপনা ও মাটির স্বাস্থ্য রক্ষায় করণীয় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বরেন্দ্র অঞ্চলের কৃষকদের দক্ষতা উন্নয়নে এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে বিএমডিএর এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল—“নিরাপদ কৃষি ও লাভজনক কৃষিতে তরুণ সমাজের উত্তরণে ভূমিকা।” এতে বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন, বিশেষজ্ঞদের দ্বারা সরাসরি প্রশিক্ষণ, কৃষকদের প্রশ্নোত্তর পর্ব এবং কৃষি বিষয়ক ম্যানুয়াল বিতরণ অন্তর্ভুক্ত ছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী কর্মকর্তা আল মামুনুর রশিদ, নাচোল উপজেলা নির্বাহী অফিসার জনাব কামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব সালে আকরাম, বিএমডিএ রাজশাহীর গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান এবং নাচোল অফিসের পরিদর্শক ইউসুফ আলী।

আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারী প্রত্যেক কৃষকের মাঝে একটি করে ফলদ গাছের চারা এবং একটি করে আধুনিক এডব্লিউডি (AWD) পাইপ বিতরণ করা হয়। প্রশিক্ষণার্থীরা এ কর্মশালাকে তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ ও অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন।

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ২৫টি উপজেলায় বিএমডিএ আধুনিক কৃষি ও সেচ সুবিধা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষণ কর্মশালাগুলো বরেন্দ্র অঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়নে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।



banner close
banner close