গাইবান্ধার সাঘাটায় সিজু মিয়া (২৫) নামের এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধারের ঘটনায় পুলিশি হেফাজতে হত্যার অভিযোগ তুলে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) দুপুরে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ‘সচেতন নাগরিক’ ব্যানারে এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাঘাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এনামুল হক সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইফতিয়ার আহমেদ সুজন, ইসলামী ছাত্রশিবির সাঘাটা উপজেলা শাখার সভাপতি সাজেদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মনিরুজ্জামান প্রমুখ। কর্মসূচি সঞ্চালনা করেন গোলাম রব্বানী।
বক্তারা বলেন, 'এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।'
তারা আরও বলেন, 'পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতন নয়। এ ঘটনায় জড়িতদের রক্ষা করার চেষ্টা হলে জনরোষ আরও বাড়বে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা নেয়নি পুলিশ।'
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিজু মিয়া সাঘাটা থানায় ঢুকে সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের পক্ষ থেকে তাকে সিজু মিয়া বলে শনাক্ত করা হয়।
তবে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে পুলিশ সদস্যদের হাতে সিজু মিয়াকে নির্যাতনের দৃশ্য রয়েছে বলে দাবি করেন এলাকাবাসী। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশি হেফাজতে হত্যার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
আরও পড়ুন:








