শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

গঙ্গাচড়ায় ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি:

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫ ১৪:২৭

শেয়ার

গঙ্গাচড়ায় ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার
ছবি সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রঞ্জন রায় (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রঞ্জন ওই গ্রামের শ্রী সুজন চন্দ্রের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রঞ্জন রায় তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন একাধিক মন্তব্য ও পোস্ট দেন। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের দ্রুত শাস্তির দাবিতে সোচ্চার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে রঞ্জনকে গ্রেপ্তার করে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।



banner close
banner close