ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে বৈরি আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারের পানির তীব্র স্রোতে বেড়িবাঁধের বাইরের প্রায় ৮ কিলোমিটার পাকা সড়ক সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী, বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ৬৩ নম্বর চরসীতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক ও কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের কার্পেটিং প্রায় পুরোপুরি উঠে গেছে। চরসীতারাম বিদ্যালয় সংলগ্ন সড়কটি অন্তত পাঁচটি স্থানে ভেঙে গিয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এই সড়ক ব্যবহার করে প্রায় এক হাজার কোমলমতি শিক্ষার্থী, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা যাতায়াত করত।
স্থানীয় বাসিন্দারা জানান, বেড়িবাঁধের বাইরের এই সড়কটি তাদের চলাচলের একমাত্র পথ। এখন এটি বিধ্বস্ত হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকেও পায়ে হেঁটে বা বিকল্প ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করতে হচ্ছে।
চরসীতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল এসেম বলেন, “সড়ক ভেঙে যাওয়ায় গত দুই দিন ধরে আমি এবং অন্যান্য শিক্ষকরা প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছি। কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, “আমি রাজাপুরসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করেছি। বেড়িবাঁধের বাইরের সড়কগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সড়কগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে।”
উল্লেখ্য, ভোলা জেলার উপকূলীয় অঞ্চলে অস্বাভাবিক জোয়ার ও প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর এমন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে। সংশ্লিষ্টদের মতে, টেকসই অবকাঠামো গড়ে না তোলা হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
আরও পড়ুন:








