রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

শৃঙ্খলা না থাকায় যশোর-বেনাপোল মহাসড়কে যানজট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫ ১২:১০

শেয়ার

শৃঙ্খলা না থাকায় যশোর-বেনাপোল মহাসড়কে যানজট
ছবি: সংগৃহীত

যশোর-বেনাপোল মহাসড়কের বিভিন্ন স্ট্যান্ডে দুইপাশে বাসস্টপেজ থাকা সত্বেও যথেচ্ছভাবে গাড়ি থামাচ্ছেন চালকরা। এতে মহাসড়ক আটকে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পণ্যবাহী ট্রাকের চাপে যানজট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তবে এক্ষেত্রে হাইওয়ে কর্তৃপক্ষ উদাসীন ভূমিকা পালন করছে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়ক ধরে ফুলের রাজ্য গদখালী যাওয়ার রাস্তার আগে বাসস্টপেজ তৈরি করে দিয়েছে কর্তৃপক্ষ। একইভাবে বিপরীত পাশেও রয়েছে স্টপেজ। তবে সেখানে না থেমে পানিসারা যাওয়ার পথে এবং তার উল্টোপাশে যাত্রী উঠানামা করছে। সময় নির্ধারিত থাকায় প্রায় একই সময়ে একসঙ্গে দুটি বাস মহাসড়কে দুইপাশে যাত্রীর আশায় দাঁড়িয়ে আছে। ফলে সড়কের দু’পাশেই যানজট বেধে আছে।

এ দৃশ্য শুধু গদখালীরই নয়, চাঁচড়া চেকপোস্ট, নতুনহাট, ঝিকরগাছা বাসস্ট্যান্ড, নাভারণ সাতক্ষীরা মোড়, রেল বাজারসহ প্রায় সবকটি বাসস্টপেজের চিত্র একই।

নাগরিক অধিকার আন্দোলন ঝিকরগাছার আহ্বায়ক আশরাফুজ্জামান বাবু বলেন, ‘বেশি যাত্রীর আশায় বাসচালকরা মহাসড়ক আটকে দাঁড়িয়ে থাকেন, যেনো পরের বাস তাকে ওভারটেক করতে না পারে। দাঁড়িয়ে থাকা অবস্থায় পরের বাস দেখা মাত্রই তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়।’

এ ছাড়া বাসস্ট্যান্ডে মহাসড়কের ওপর থ্রি-হুইলার পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে দাবি তার।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, ‘এ বিষয়ে নাভারণ হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। স্টপেজে না দাঁড়িয়ে যানজট সৃষ্টিকারীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে।’

হাইওয়ে পুলিশের যশোর সার্কেলের সিনিয়র এএসপি নাসিম খান বলেন, ‘এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



banner close
banner close