রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

তিস্তায় অবৈধ বালু উত্তোলনে ইউএনও’র অভিযান, ধ্বংস করা হলো ড্রেজার মেশিন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫ ০৯:৩২

শেয়ার

তিস্তায় অবৈধ বালু উত্তোলনে ইউএনও’র অভিযান, ধ্বংস করা হলো ড্রেজার মেশিন
হাতীবান্ধা, লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শনিবার (২৬ জুলাই) গভীর রাতে সিন্দুর্না ইউনিয়নের তমোর চৌপতি এলাকায় এ অভিযান চালিয়ে একটি ড্রেজার (বোমা মেশিন) জব্দ ও তা ধ্বংস করা হয়।

অভিযানটি নেতৃত্ব দেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিত্রা। তাঁর সঙ্গে ছিলেন সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফ ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল তিস্তা নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে আশপাশের কৃষিজমি ভাঙনের শিকার হচ্ছিল এবং শব্দ দূষণ ও কম্পনে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়ছিল।

এক ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, “প্রতিদিন গভীর রাতে মেশিন চালিয়ে বালু তোলা হতো। আমাদের জমির পাড় ভেঙে নদীতে পড়ে যেত। আমরা ইউএনও স্যারকে জানালে তিনি দ্রুত ব্যবস্থা নেন। এতে আমরা আশ্বস্ত হয়েছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিত্রা বলেন, “সরকারি অনুমোদন ছাড়া বালু উত্তোলন আইনত নিষিদ্ধ। এটি পরিবেশের ভারসাম্য নষ্ট করে, কৃষিজমির ক্ষতি সাধন করে এবং মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানটির পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁরা ইউএনও’র উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।



banner close
banner close