রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

টাঙ্গাইল রেলস্টেশনে গৃহকর্মী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ১৭:২৮

শেয়ার

টাঙ্গাইল রেলস্টেশনে গৃহকর্মী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ গ্রেপ্তার
ছবি বাংলা এডিশন

টাঙ্গাইলে রেলস্টেশন থেকে এক নারী যাত্রীকে কৌশলে নামিয়ে কাঠ বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে শহরের ঘারিন্দা রেলস্টেশন এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

শনিবার (২৬ জুলাই) সকালে ওই নারী ভুক্তভোগী হিসেবে রেলস্টেশন পুলিশকে বিষয়টি জানান। পরে রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকার দুলাল চন্দ্র (২৮), সজিব খান (১৯) ও রুপু মিয়া (২৭)। তিনজনই পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।

ভুক্তভোগী নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তিনি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ওই নারী ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ভুলক্রমে তিনি উত্তরবঙ্গগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন। ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে পৌঁছালে যাত্রীদের কাছ থেকে নিজের ভুল বুঝতে পারেন এবং রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে স্টেশনে নেমে যান। স্টেশনে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে সহায়তা চাইলে তাকে যমুনা সেতু পূর্ব রেলস্টেশন থেকে ঢাকাগামী ট্রেনে উঠার পরামর্শ দেওয়া হয় এবং একটি ট্রেনে উঠিয়ে দেওয়া হয়। কিন্তু ট্রেন থেকে নামার পর তিন যুবক কৌশলে ওই নারীকে স্টেশন সংলগ্ন কাঠ বাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর আহত ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় তিনি আবার টাঙ্গাইল রেলস্টেশনে ফিরে এসে পুলিশকে বিস্তারিত জানান।

টাঙ্গাইল রেলওয়ে ফাঁড়ির কনস্টেবল ইসমাইল হোসেন বলেন, “ওই নারী আমাদের কাছে ঘটনার বিস্তারিত জানানোর পর আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, “ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ভুক্তভোগীর দায়ের করা মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



banner close
banner close