রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

জীবননগরে দিনমজুরকে গলাকেটে হত্যা, স্ত্রী-সন্তান পলাতক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ১৭:২৪

শেয়ার

জীবননগরে দিনমজুরকে গলাকেটে হত্যা, স্ত্রী-সন্তান পলাতক
ছবি বাংলা এডিশন

চুয়াডাঙ্গার জীবননগরে মনিরুল ইসলাম (৫০) নামে এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাসাদহ ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মনিরুল ইসলাম একই উপজেলার বালিহুদা গ্রামের মৃত দিদার উদ্দিন মন্ডলের ছেলে। এদিকে এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পাপিয়া খাতুন ও ছেলে রাজু পলাতক রয়েছেন।

এলাকাবাসীর ধারণা পারিবারিক কলহের কারণে মনিরুলকে তার পুত্র রাজু ও স্ত্রী পাপিয়া তাকে হত্যা করেছে। এরপর তারা পালিয়ে গেছে।

এলাকাবাসী জানায়, মনিরুল ইসলাম সম্প্রতি বালিহুদা গ্রাম থেকে এসে মাধবপুরে বসবাস শুরু করেন। তারপর থেকে সেখানে স্ত্রী পাপিয়া খাতুনকে নিয়ে বসবাস করছিলেন। তিনি কলার ব্যবসা ও দিনমজুরির কাজ করতেন।

শনিবার দুপুরের কোনো এক সময় কে বা কাহারা মনিরুলকে জবাই করে হত্যা করেছে। এ সময় তার স্ত্রী পাপিয়া খাতুন বাড়িতে ছিলেন না। পরে বেলা ১ টার দিকে প্রতিবেশীরা মনিরুল ইসলামের গলাকাটা মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে জীবননগর থানা পুলিশে খবর দেয়।

এদিকে এ ঘটনার পর মনিরুল ইসলামের ছেলে রাজু প্রতিবেশী আকিদুল ইসলামের কাছে মোবাইল ফোনে খবর নেয় তারা পিতা মারা গেছে কিনা? এ কারণে এলাকাবাসী ধারণা করছেন হত্যাকাণ্ডের সাথে ছেলে রাজু জড়িত থাকতে পারে।

এ প্রসঙ্গে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, 'মাধবপুরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। আমি ও আমার ফোর্স ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করছি।’



banner close
banner close