রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

দর্শনা থেকে ১১ কেজি ভারতীয় দানাদার রুপা উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ১৬:৩২

আপডেট: ২৬ জুলাই, ২০২৫ ১৬:৫০

শেয়ার

দর্শনা থেকে ১১ কেজি ভারতীয় দানাদার রুপা উদ্ধার
ছবি বাংলা এডিশন

চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে ১১ কেজি ভারতীয় দানাদার রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬ ব্যাটালিয়নের সদস্যরা। এ ঘটনায় দুই জনকে আটক করেছে বিজিবি।

শনিবার দুপুরে দর্শনা পৌর শহরের আজমপুরে দোতলা ভবনের নিচতলায় একটি কোমল পানীয়র গোডাউনে অভিযান চালিয়ে এসব রুপা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- দর্শনা পুরাতন বাজারের ইকরামুল হকের ছেলে রাজিউল ইসলাম ও আনোয়ারপুরের জামাল উদ্দীনের ছেলে সাগর আলী।

সংবাদ মাধ্যমে পাঠানো চুয়াডাঙ্গা- ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির একটি চৌকশ দল ওই এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আজমপুর পাকা রাস্তার ওপর বিজিবির উপস্থিতি দেখে আকট দুই ব্যাক্তি পালানোর চেষ্টা করে।

পরে বিজিবি ওই দুই জনকে আটক করে ও বিশেষ তথ্যের আলোকে বিজিবির আভিযানিক দলটি ওই গোডাউন তল্লাশি করে। এ সময় গোডাউনে থাকা কার্টোনে থাকা ১০ কেজি ৮৩৮ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করা হয়। যার আনুমানি বাজার মূল্য ২৬ লক্ষ ৫৮ হাজার ৯৫৮ টাকা।

এ ঘটনায় বিজিবির দর্শনা বিওপির নায়েব সুবেদার এনায়েত হোসেন বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



banner close
banner close