মানিকগঞ্জের হরিরামপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন ওরফে ভোলা মাষ্টারের বিরুদ্ধে এক হিন্দু পরিবারের বসতভিটা দুই পক্ষের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। এতে করে চার লাখ টাকা বায়না দিয়ে জমি কিনে বসবাসরত এক নদীভাঙনে গৃহহীন নারী চরম বিপাকে পড়েছেন।
ভুক্তভোগী সোনেকা বেগম উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মালুচি গ্রামের বাসিন্দা। তিনি জানান, চার বছর আগে গৌরবরদিয়া মৌজার সনাতন ধর্মাবলম্বী মৃত মাধব দাস ও যাদব দাসের ভিটে বাড়ির ১৮ শতাংশ জমি ভোলা মাষ্টারের মাধ্যমে ৫ লাখ ৪০ হাজার টাকায় কেনার চুক্তি হয়। বায়না হিসেবে তিনি তিন কিস্তিতে মোট চার লাখ টাকা পরিশোধ করেন এবং ঘর নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন।
তবে জমির বাকি ১ লাখ ৪০ হাজার টাকা রেজিস্ট্রির সময় পরিশোধের শর্ত থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে রেজিস্ট্রি না করে আজ-কাল করতে থাকেন ভোলা মাষ্টার। এরই মধ্যে, প্রায় চার মাস আগে তিনি ওই জমি গোপনে অন্য তিন ব্যক্তির কাছে পুনরায় বিক্রি করে দেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঘরোয়া সালিশ হলেও তা ফলপ্রসূ হয়নি।
সোনেকা বেগম বলেন, “চার লাখ টাকা দিয়ে আমি জমি কিনে ঘর তুলে বসবাস করছি। এখন আমাকে না জানিয়ে অন্যের কাছে জমি বিক্রি করেছে ভোলা মাষ্টার। উল্টো আমাকে হুমকি দিচ্ছে। আমি গরিব মানুষ, কোথায় যাব?”
বাড়ির মূল মালিক মাধব দাসের ছেলে সবুজ দাস জানান, “চার বছর আগে ভোলার মাধ্যমে দুই লাখ টাকা পেয়েছি। পরে জমি কার কাছে গেছে, জানি না। তবে জমির রেজিস্ট্রি এক মাস আগে হয়েছে।”
গালা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা শফিক বিশ্বাস বলেন, “সোনেকা বেগম খুবই অসহায়। ভোগদখল থাকা জমি গোপনে বিক্রি করা অনৈতিক কাজ। ঘরোয়া বৈঠকে সমাধান না হওয়ায় তিনি থানায় অভিযোগ করেছেন।”
তদন্ত কর্মকর্তা এসআই এমদাদুল হক বলেন, “লিখিত কোনো দলিল না থাকলেও মৌখিক চুক্তির প্রমাণ পাওয়া গেছে। জমি রেজিস্ট্রি হয়নি এবং পরে অন্যদের কাছে বিক্রির বিষয়টিও সত্য। জমি বিষয়ক অভিযোগে পুলিশের এখতিয়ার সীমিত হলেও স্থানীয়ভাবে মীমাংসার পরামর্শ দেওয়া হয়েছে।”
কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, “বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। আবারও বসে সমাধানের চেষ্টা করছি।”
এদিকে, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন ওরফে ভোলা মাষ্টারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং সরাসরি সাক্ষাতেও দেখা দেননি।
আরও পড়ুন:








