রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

সরাইলে ইউপি সদস্যের বিরুদ্ধে জনতার বিক্ষোভ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ১১:১৬

শেয়ার

সরাইলে ইউপি সদস্যের বিরুদ্ধে জনতার বিক্ষোভ
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আপন মিয়াকে মাদক ব্যবসা ও চুরি-ডাকাতির গডফাদার আখ্যা দিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে দেওড়া গ্রামের মিতালি ক্লাব মোড়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ১২টি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে এই অভিযোগ তোলা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউপি সদস্য আপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একইসঙ্গে তিনি এলাকায় সংঘটিত বিভিন্ন চুরি ও ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট এবং অপরাধীদের পৃষ্ঠপোষকতা করছেন। তার প্রভাব ও অর্থবল থাকার কারণে তিনি বারবার আইনের আওতার বাইরে থেকে যাচ্ছেন বলে দাবি করেন তারা।

ভুক্তভোগী আলামিন মিয়া অভিযোগ করে বলেন, “আপন মেম্বার ঘুষখোর হিসেবে পরিচিত। তিনি ওয়ারিশনামা দেওয়ার নামে আমার কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নিয়েছেন।”

স্থানীয় বাসিন্দা শাহেদ আলী বলেন, “গ্রামে চুরি ও ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। এ ধরনের অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন ইউপি সদস্য নিজেই।”

এসময় বক্তারা ইউপি সদস্যের অপসারণ এবং তার বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকেও আপন মিয়ার অপসারণ দাবি করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মো. আপন মিয়া বলেন, “আমি মাদক বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত নই। একটি স্বার্থান্বেষী মহল আমার জনপ্রিয়তা ম্লান করতে মিথ্যা অপবাদ দিচ্ছে।”



banner close
banner close