নীলফামারীর ডোমারে চলন্ত ট্রেন থেকে ছোড়া ঢিলে আঘাত পেয়ে হৃদয় রায় (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের অজ্ঞাত এক যাত্রীর ছোড়া ঢিলে এ ঘটনা ঘটে।
আহত হৃদয় রায় ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ঘুন্টিপাড়া এলাকার মানিক রায়ের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক।
প্রত্যক্ষদর্শী রামপ্রসাদ নামে এক যুবক জানান, “রাতে আমরা রেললাইনের পাশে বসে আড্ডা দিচ্ছিলাম। ট্রেনটি চলে যাওয়ার সময় হঠাৎ ভেতর থেকে কেউ একটি শক্ত কিছু ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে হৃদয় মাটিতে পড়ে যায়। পরে দেখি তার বাম চোখের নিচে প্রচণ্ড আঘাত লেগেছে এবং রক্তক্ষরণ হচ্ছে।”
স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতের বড় ভাই উত্তম রায় বলেন, “রাতের অন্ধকারে কী ছোড়া হয়েছিল তা স্পষ্ট বোঝা যায়নি। তবে মনে হচ্ছে পাথরের মতো কিছু ছিল। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা দ্রুত রেফার করেন।”
ডোমার রেলস্টেশন মাস্টার রবিউল ইসলাম বাবু জানান, “ঘটনাটি দুঃখজনক। স্টেশন এলাকার বাইরের হওয়ায় এটি আমাদের সরাসরি নিয়ন্ত্রণে নয়, তবে বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে।”
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, “এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:








