রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

ভোলায় ট্রলারডুবি, নিখোঁজ জেলে ইউসুফ

ভোলা প্রতিনিধি:

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ১০:০৯

শেয়ার

ভোলায় ট্রলারডুবি, নিখোঁজ জেলে ইউসুফ
ছবি সংগৃহীত

ভোলার মেঘনা নদীর মোহনায় মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় ইউসুফ (৩৮) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ইউসুফ সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মালেক দেওয়ানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুফ একই এলাকার কামাল চৌকিদারের মালিকানাধীন একটি ট্রলারে ভাগীদার হিসেবে মাছ ধরতে যেতেন। গত তিন দিন আগে ট্রলারটি বঙ্গোপসাগর সংলগ্ন মেঘনার নিম্নাঞ্চল ‘টাংকি’ এলাকায় মাছ ধরতে যায়। সেখানেই জ্বর অনুভব করায় ইউসুফকে বিশ্রামের জন্য ট্রলারে থাকতে বলা হয়।

গত ২৫ জুলাই রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ নদীতে ঝড় উঠলে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা অন্য জেলেরা সাঁতরে তীরে ফিরে এলেও ইউসুফ নিখোঁজ হয়ে যান।

বেঁচে ফেরা জেলেদের পরিবারের সদস্যরা জানান, ট্রলারডুবির সময় টাংকি এলাকায় প্রবল স্রোত ও উঁচু ঢেউ বইছিল। ঝড়ের কারণে উদ্ধার কাজেও বিঘ্ন ঘটে।

এদিকে ট্রলারের মাঝি কামাল চৌকিদার, তাঁর আড়ৎদার এবং সহকর্মী জেলেরা ইউসুফের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন, ঝড়ের কবলে নিখোঁজ জেলেকে উদ্ধারে ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক সচেষ্ট রয়েছেন।



banner close
banner close