রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

বাগাতিপাড়ায় একদিনে তিন মাদক কারবারি আটক, ঘরে হেরোইন, দোকানে গাঁজা উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিিনধি

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫ ১৭:৩২

শেয়ার

বাগাতিপাড়ায় একদিনে তিন মাদক কারবারি আটক, ঘরে হেরোইন, দোকানে গাঁজা উদ্ধার
ছবি সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে স্বামী-স্ত্রীও রয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে উপজেলার হিজলী পাবনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জনি হোসেন (৩৬) ও তার স্ত্রী চম্পা খাতুন (২৫)-কে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে মালঞ্চি বাজারে শহিদুল ইসলাম তুফানকে তার লন্ড্রির দোকান থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি বাগাতিপাড়া পৌরসভার সোনাপাতিল মহল্লার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তাইজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানগুলো পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।



banner close
banner close