রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

শীর্ষ সন্ত্রাসী জোসেফের সহযোগী পিচ্চি শাহীনসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫ ১৬:০৯

শেয়ার

শীর্ষ সন্ত্রাসী জোসেফের সহযোগী পিচ্চি শাহীনসহ গ্রেপ্তার ৪
ছবি সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুরের সাবেক কমিশনার তারেকুজ্জামান ওরফে রাজীব ও শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল বৃহস্পতিবার সারা রাত মোহাম্মদপুর, তেজগাঁও, আদাবরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার দুপুরে র‍্যাব-২-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন মো. গুড্ডু, মো. শফিকুল ইসলাম ও মো. সেলিম।

অভিযান সম্পর্কে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি দল মোহাম্মদপুরের সাতমসজিদ এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি শাহীনের (৪০) অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে। এরপর পৃথক অভিযান চালিয়ে কৃষি মার্কেট, তেজগাঁও শিল্পাঞ্চল ও বছিলা এলাকা থেকে গুড্ডু, শফিকুল ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেআইনি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাঁরা। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।



banner close
banner close