রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গাকে পুশ ইন বিএসএফের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫ ১৫:০৩

শেয়ার

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গাকে পুশ ইন বিএসএফের
ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ২১ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার হাতিপাগাড় বিজিবি ক্যাম্পের আওতাধীন ১১১৬ নম্বর মেইন পিলার দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, পুশ ইন হওয়া ২১ জনের মধ্যে ৫ জন বয়স্ক পুরুষ, ৫ জন নারী এবং ১১ জন শিশু রয়েছে। তারা সবাই ছয়টি পরিবারের সদস্য।

বিজিবি জানায়, ২০১৭ সালে রোহিঙ্গা সংকটের সময় এই পরিবারগুলো কক্সবাজারের উখিয়া বালুখালী শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়। এরপর কোনো এক সময় তারা ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মির অঞ্চলে প্রবেশ করে। সেখানে তারা হোটেল ও বাসাবাড়িতে শ্রমিক হিসেবে কাজ করছিল। এক মাস আগে ভারতীয় পুলিশের অভিযানে তারা অবৈধ অভিবাসী হিসেবে গ্রেপ্তার হয়। পরে রোহিঙ্গা হিসেবে পরিচয় নিশ্চিত হওয়ার পর ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফ পরে ২৪ জুলাই রাতে সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করে।

পুশ ইনের পর বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন ‘আটক রোহিঙ্গাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’



banner close
banner close