রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

কুমিল্লার গ্রামের বাড়িতে মাহতাবের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫ ১০:১০

আপডেট: ২৫ জুলাই, ২০২৫ ১০:১৩

শেয়ার

কুমিল্লার গ্রামের বাড়িতে মাহতাবের দাফন সম্পন্ন
ছবি: সংগ্রিহিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া সপ্তম শ্রেণির ছাত্র মাহতাব রহমান ভূঁইয়াকে কুমিল্লায় দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে এশার নামাজের পর চুলাশ উখারী বাজার শাহী ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয়সহ দূরদূরান্ত থেকে শত শত মানুষ অংশ নেন। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

নিহত মাহতাব কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূইয়া বাড়ির মিনহাজুর রহমান ভূঁইয়ার একমাত্র ছেলে। তারা উত্তরায় একটি বাসায় ভাড়া থাকেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে মাহতাবের মৃত্যু হয়। মাহতাব জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন ছিল। তার শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রথমে আইসিইউ এবং পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় পাইলটসহ বৃহস্পতিবার রাত পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫১ জন। হতাহতদের মধ্যে বেশিরভাগই শিশু।



banner close
banner close