রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫ ২২:৪২

শেয়ার

২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ছবি বাংলা এডিশন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলা এলাকায় অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ—প্রায় ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)-এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন। অভিযানে তাকে সহায়তা করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল।

অভিযান-পরবর্তী প্রতিক্রিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, “নিষিদ্ধ পলিথিনের ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।”

তিনি আরও জানান, জব্দকৃত পলিথিন তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় অভিযুক্ত ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালে বাংলাদেশে পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হলেও এখনো অনেক এলাকায় গোপনে এসব পরিবেশবিনাশী সামগ্রী উৎপাদন ও বিক্রি চলছে। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের অভিযানে মাঝে মধ্যেই জব্দ ও ধ্বংস করা হয় এ ধরনের নিষিদ্ধ পণ্য।



banner close
banner close