কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের নৈতিক ও চরিত্রগত উন্নয়নের লক্ষ্যে ধর্মীয় শিক্ষা কার্যক্রমকে আরও জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই তথ্য জানান।
তিনি বলেন, “যারা অপরাধ করে এখানে এসেছে, তারা যেন সংশোধিত হয়ে সমাজে ফিরে যেতে পারে—এই লক্ষ্যেই কারাগারে ইসলাম ও হিন্দু ধর্মীয় শিক্ষা কার্যক্রম চালু রয়েছে এবং তা আরও সম্প্রসারণ করা হবে।” উপদেষ্টা জানান, কারাগারে বর্তমানে ইসলামী শিক্ষকের পাশাপাশি হিন্দু ধর্মের শিক্ষকও রয়েছেন, যা বহুত্ববাদী সমাজের চেতনাকে ধারণ করে।
তিনি আরও জানান, শুধু বন্দিদের নয়, কারা রক্ষীদের মানবিক গুণাবলি বৃদ্ধির জন্যও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে এবং এসব কার্যক্রম পর্যায়ক্রমে আরও বিস্তৃত হবে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোতাহের হোসেন, অতিরিক্ত মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার, জেলার একেএম মাসুমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা ড. খালিদ হোসেন বলেন, “কারাগার কেবল শাস্তির স্থান নয়, এটি সংশোধনের একটি ক্ষেত্র—এই দর্শন সামনে রেখেই সরকার কাজ করছে।”
আরও পড়ুন:








