রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

বনানীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫ ১৮:১২

শেয়ার

বনানীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর কাকলি ফুটওভার ব্রিজের নিচে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. আজিজুর রহমান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পেশায় তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল সাড়ে ৪টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আল মাহমুদুল জানান, কাকলি ওভারব্রিজের নিচে দ্রুতগতির একটি গাড়ি আজিজুরকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স থেকে নিহতের নাম-পরিচয় জানা যায়। তার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ঠাকুর কান্দি গ্রামে। তিনি মৃত মতিউর রহমানের ছেলে। বর্তমানে রাজধানীর মিরপুর শাহ আলী থানার এলাকায় বসবাস করতেন।

পথচারী আরও জানান, যে গাড়িটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে, সেটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে আমরা বিষয়টি বনানী থানা পুলিশকে জানিয়েছি।



banner close
banner close