পাবনায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফসার উদ্দিনের বিরুদ্ধে দরপত্র (টেন্ডার) ছাড়া ঠিকাদারি কাজের কার্যাদেশ প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় ঠিকাদাররা বৃহস্পতিবার দুপুরে গণপূর্ত ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভে অংশ নেওয়া ঠিকাদাররা অভিযোগ করেন, নিয়মিত ঠিকাদারি কাজ পেতে হলে তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ৫ শতাংশ কমিশন দিতে হয়। না দিলে নানা অজুহাতে হয়রানির শিকার হতে হয়। তারা জানান, সম্প্রতি কোনো ধরনের দরপত্র আহ্বান ছাড়াই ‘আঞ্জু কনস্ট্রাকশন’ নামের একটি প্রতিষ্ঠানকে প্রায় ১৬ লাখ টাকার কাজ অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ওয়ার্ক অর্ডার ছাড়াই সাইট এলাকায় মালামাল সরবরাহ শুরু করেছে।
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ঠিকাদাররা বলেন, একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ দুর্নীতির শামিল। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও বড় অনিয়ম ঘটতে পারে। মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে রাজা কনস্ট্রাকশনের মালিক রাজা মালিথা, মোল্লা এন্টারপ্রাইজের আরিফ হোসেনসহ বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ কবির বলেন, “আমি এ কার্যাদেশ প্রদান করিনি। আমার অনুপস্থিতিতে উর্ধ্বতন কর্মকর্তা নিয়মবহির্ভূতভাবে কাজের অনুমোদন দিয়েছেন বলে জেনেছি। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ নিয়মে টেন্ডার আহ্বান করে কাজ দেওয়া হবে।”
তবে অভিযুক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফসার উদ্দিনকে অফিসে পাওয়া যায়নি। সহকর্মীদের বরাতে জানা যায়, অভিযোগ ওঠার পর তিনি ছুটিতে গেছেন। তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।
ঘটনার পর থেকে গণপূর্ত কার্যালয় চত্বরে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন:








