বাংলা এডিশনে “প্রশাসনের নাকের ডগায় বাঁশখালী পৌরসভার ময়লার ভাগাড়” শিরোনামে সংবাদ প্রকাশের পর দ্রুত সাড়া দিয়েছে স্থানীয় প্রশাসন। দীর্ঘদিনের জঞ্জালের দায় সাফ করতে আজ (২৪ জুলাই) বিকেলেই মাঠে নামে পৌরসভার পরিচ্ছন্নতা টিম। এ উদ্যোগে নেতৃত্ব দেন বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ইউএনও নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে ময়লা অপসারণ কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।
স্থানীয়রা বিষয়টিকে ‘অবশ্যকীয় ও প্রশংসনীয়’ পদক্ষেপ হিসেবে দেখছেন। এক দোকানদার বলেন, “সংবাদ না হলে হয়তো কেউ দেখতই না। বাংলা এডিশনের খবরটা অনেকেই পড়েছে। তার ফলেই হয়তো এই ব্যবস্থা।”
ইতোমধ্যে পৌরসভা থেকে ট্রাক, লোডার ও পরিচ্ছন্নতাকর্মীদের সমন্বয়ে ময়লা অপসারণ শুরু হয়েছে। তবে সংশ্লিষ্টদের বক্তব্য—এটি শুধু তাৎক্ষণিক পদক্ষেপ, স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
পৌর সচিব তৌহিদুল ইসলাম জানান, “আমরা সমস্যাটি জানি। তবে গাড়ির আকার ও জনবল স্বল্পতায় কাজ ব্যাহত হচ্ছিল। ইউএনও মহোদয়ের তৎপরতায় আমরা দ্রুত কাজ শুরু করেছি।”
পরিবেশবিদ ও সচেতন মহলের দাবি—এই উদ্যোগ যেন একদিনের না হয়, বরং পরিকল্পিত ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর এ ধরনের জনদুর্ভোগ না হয়।
আরও পড়ুন:








