চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়া পাড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জহির উদ্দিন (৪৫) নামের এক রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিহতের পরিবার জানায়, সাহাব উদ্দিন ও নাজিম উদ্দিনসহ কয়েকজনের কাছে পূর্বের কিছু টাকা পাওনা ছিলেন জহির উদ্দিন। টাকা ফেরত চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে জহিরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তারা এলাকাবাসীর মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে গৌড়স্থান নয়া পাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহতের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ওমর আলী, মাওলানা আবদুননূর, মেহের আলী, নুরুল হকসহ অনেকেই। তারা খুনিদের দ্রুত গ্রেফতার এবং এলাকায় শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।
নিহতের পরিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ ও প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন:








