ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে উপজেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও ড্রামসেট, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা জামায়াতের আমির এনাম খান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, সরাইল উপজেলা পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্নয়ন তহবিলের শিক্ষা ও ক্রীড়া খাতের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এদিন আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়, হুইলচেয়ার ১৫টি, ড্রামসেট ১৫ সেট, ক্রিকেট সামগ্রী ২০ সেট, ফুটবল ২০০টি এবং শিক্ষা উপকরণ (স্কুলব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্সসহ) ২০০ সেট।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন বলেন, “শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি নিজে প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে সেখানে শিক্ষা উপকরণ বিতরণ করে এসেছি এবং এ কার্যক্রম অব্যাহত আছে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে ও একটি মানবিক সমাজ গঠনের লক্ষ্যে আমার চেষ্টা অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








