রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

ত্রিমুখী সংঘর্ষে শিবচরে ২ জন নিহত, আহত ২

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫ ১৪:৪৯

শেয়ার

ত্রিমুখী সংঘর্ষে শিবচরে ২ জন নিহত, আহত ২
ছবি বাংলা এডিশন

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানায় বাস, মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতরা ফরিদপুরের সালথা উপজেলার বাসিন্দা মাসুদ বিশ্বাস (৫৫) ও ফিরোজা বেগম (২৮)। তারা মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে পদ্মারেল স্টেশন সংলগ্ন ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, মাইক্রোবাসটি ঢাকাগামী একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে, পিছন দিক থেকে আসা একটি বাস মাইক্রোবাসটিকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগমের মৃত্যু হয়। আহত দুইজনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



banner close
banner close