রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

মিরসরাইয়ে বিদ্যুৎপৃষ্টে রিক্সাচালকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি:

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫ ১৪:১৯

আপডেট: ২৪ জুলাই, ২০২৫ ১৪:২০

শেয়ার

মিরসরাইয়ে বিদ্যুৎপৃষ্টে রিক্সাচালকের মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. আমজাদ হোসেন (২২) নামের এক রিক্সাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মালবাড়ির বাসিন্দা আলী আহাম্মদের পুত্র। তিনি পেশায় একজন রিক্সাচালক ছিলেন।

নিহতের ছোট ভাই মো. রিয়াদ হোসেন জানান, “ভোরে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে বাইরে যান আমজাদ। এরপর রিক্সার ব্যাটারি চার্জারের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। কিছুক্ষণ পর তার স্ত্রী বাইরে গিয়ে তাকে রিক্সার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। চিৎকার শুনে আমরা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “রোগীকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল।”

জানাগেছে, নিহত আমজাদের দুটি ছোট কন্যা সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



banner close
banner close