রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

রাস্তার কাজ ফেলে উধাও ঠিকাদার, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫ ১৪:১২

শেয়ার

রাস্তার কাজ ফেলে উধাও ঠিকাদার, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ
ছবি বাংলা এডিশন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রাস্তার নির্মাণকাজ অসমাপ্ত রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান সিকদার এন্টারপ্রাইজ হঠাৎ গা ঢাকা দিয়েছে। এতে করে চলাচলে চরম দুর্ভোগে পড়েছে ১০ গ্রামের প্রায় অর্ধলাখ মানুষ। অভিযোগ উঠেছে, এক বছর পেরিয়ে গেলেও রাস্তার কাজের অগ্রগতি নেই বললেই চলে। খোঁড়াখুঁড়ির পর থেকেই রাস্তার অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে।

জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরের এলজিইডি প্রকল্পের আওতায় প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটির নির্মাণকাজ শুরু হয় লোকেরপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা জয়নাল তালুকদারের বাড়ি থেকে কাগমারিপাড়া পর্যন্ত। ১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শুরু হয় গেলো বছরের জুনে। তবে চলতি বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকেই থেমে যায় নির্মাণ কার্যক্রম। এরপর আর দেখা মেলেনি ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধির।

এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। অনেক জায়গায় জমে রয়েছে হাঁটু সমান পানি। ফলে অটোরিকশা, ভ্যান, সিএনজিসহ সকল যানবাহন চলাচলে হিমশিম খাচ্ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

স্থানীয়রা রশিদ তালুকদার ও শফিকুল ইসলাম শাহিন বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে আমাদের চলাচল করতে হয়। কিন্তু এখন রাস্তা যেন এক দুর্ভোগের নাম। শিশু ও বৃদ্ধদের চলাফেরাও কঠিন হয়ে পড়েছে। আমরা বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো সুরাহা পাইনি।

কাজ বন্ধ রাখার কারণ জানার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন মাধ্যমে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি এমনকি মুঠোফোনেও পাওয়া যায়নি।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা কোনোভাবে সাড়া দিচ্ছে না। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কাজ সম্পন্ন করা হবে।



banner close
banner close