রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

জাজিরা উপজেলা যুবলীগ সভাপতি মুকুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫ ১২:৫১

আপডেট: ২৪ জুলাই, ২০২৫ ১৩:১০

শেয়ার

জাজিরা উপজেলা যুবলীগ সভাপতি মুকুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলার একসময়ের প্রভাবশালী যুবলীগ সভাপতি আতাউর রহমান মুকুল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জাজিরা পৌর এলাকা থেকে আটক করা হয় তাকে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে জাজিরা উপজেলাসহ পুরো শরীয়তপুর জেলাতে একচ্ছত্র আধিপত্য ছিল মুকুলের। নিজ এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা।

গত ১৬ বছর যাবত জাজিরা উপজেলার মানুষকে জিম্মি করে রেখেছেন মুকুল। হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, খুন, চাঁদাবাজিসহ এমন কোন অপরাধ নেই যা তার বাহিনীর দ্বারা সংগঠিত হয়নি।

জাজিরা থানার পুলিশ পরিদর্শক মো. মাইনুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে তাকে বিস্ফোরক মামলায় আটক করা হয়েছে। আদালতের কাছে চার দিনের রিমান্ড আবেদন করা হবে।’



banner close
banner close