চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্ত থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার ভোরে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া মোড় সংলগ্ন মাঠ থেকে এসব উদ্ধার করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃ্হস্পতিবার ভোরে বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে ৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ নতুনপাড়া বিওপি'র একটি বিশেষ টহল দল গোয়ালপাড়া মোড় সংলগ্ন মোঃ জাকা মোল্লা এর ইট ভাটার পাশে অভিযান পরিচালনা করে।
এ সময় মালিক বিহীন অবস্থায় একটি বিদেশী পিস্তল (ইউএসএ), ১টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন এবং গুলি জীবননগর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








