মানিকগঞ্জের হরিরামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারী-পুরুষসহ ছয়জন আহত হয়েছেন। এ সময় আহত হন হামলার অভিযোগে অভিযুক্ত স্থানীয় আইনজীবী মো. ছালেক হোসেনও। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত দশটার দিকে দ্বিতীয় দফায় ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।
আহতরা বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন, মৃত শেখ মাসেমের ছেলে শেখ আয়নাল (৬০), তার স্ত্রী সাফিয়া বেগম (৫০), ছেলে শেখ রশিদ (২৫), পুত্রবধূ রুমানা আক্তার (২০), শেখ শহীদের ছেলে শেখ শাকিল (১৮) এবং শেখ জয়নালের মেয়ে কলেজছাত্রী নাজমা আক্তার (২১)। অপর আহত ব্যক্তি হলেন অভিযুক্ত আইনজীবী মো. ছালেক হোসেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রায় পাঁচ বছর ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গ্রাম্য সালিশে জমির তিনটি প্লটের মধ্যে দুটি শেখ আয়নালের পরিবার ও একটি প্লট ছালেক হোসেনকে ভোগদখলের সিদ্ধান্ত হয়। কিন্তু ছালেক হোসেন পুরো জমি দখলে রেখে আসছেন। মঙ্গলবার বিকেলে ছাগল মাঠে যাওয়াকে কেন্দ্র করে ছালেক, তার ভাই মালেক, ফরহাদ ও ছেলে সাব্বিরের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে আইনালের পরিবারের ছয়জন গুরুতর আহত হন।
পরবর্তীতে রাত দশটার দিকে ভাড়াটে বাহিনী নিয়ে ফের হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে পরিবারটি। এসময় সাতটি ঘরে ভাঙচুর চালানো হয় এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগও রয়েছে।
প্রতিবেশীরা জানান, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় সালিশের রায় অমান্য করে ছালেক হোসেন জমি জবরদখল করে রেখেছেন।
অভিযুক্ত আইনজীবী মো. ছালেক হোসেন বলেন, "আমাদের মরিচক্ষেতে ছাগল ঢুকে পড়ে। আমি বিষয়টি জানতে পেরে বাড়ি গিয়ে ক্ষেত দেখতে গেলে আয়নাল গং দা-লাঠি দিয়ে হামলা করে। আমি গুরুতর আহত হই। ওদের বাড়িতে হামলার অভিযোগ সাজানো।"
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় উভয় পক্ষই লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:








