রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

আখাউড়ায় রেলওয়ের চুরি হওয়া মালামালসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫ ২১:৫৫

শেয়ার

আখাউড়ায় রেলওয়ের চুরি হওয়া মালামালসহ যুবক গ্রেপ্তার
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের গুরুত্বপূর্ণ মালামাল চুরির ঘটনায় মো. ইয়াছিন মিয়া (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে আখাউড়া রেলওয়ে জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ইয়াছিন কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে রেলওয়ের ৫১টি সিগন্যাল জাম্পার, দুটি সিগন্যাল বক্স কভার, দুটি সিগন্যাল কানেক্টিং ক্যাবল, তিনটি ক্যাবল খণ্ড ও তিনটি ২০ ফুট লম্বা ক্যাবলসহ আনুমানিক ৩০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বিশেষ অভিযানে মালামালসহ ইয়াছিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

ঘটনাটি রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।



banner close
banner close