ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবিদুর রহমান আবিদ (১০)। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে গেছে এবং শ্বাসনালীও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টা তার জন্য অত্যন্ত সংকটপূর্ণ।
আবিদ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মোয়াকোলা পূর্বপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তার বাবা ঢাকায় একটি কেমিক্যাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে কর্মরত। পেশাগত কারণে তিনি পরিবারসহ উত্তরায় বসবাস করছেন। তার মেয়ে রাইসা অষ্টম শ্রেণির শিক্ষার্থী হলেও দুর্ঘটনার সময় অন্য ভবনে ক্লাসে থাকায় অক্ষত রয়েছে।
জানা গেছে, সোমবার (২১ জুলাই) দুপুরে স্কুল ছুটির আগমুহূর্তে একটি প্রশিক্ষণ বিমান ভবনের ওপর বিধ্বস্ত হলে তাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন মুহূর্তেই ক্লাসরুমে ছড়িয়ে পড়ে। এতে বহু শিক্ষার্থী হতাহত হয়। আগুনে পুড়ে আবিদের দুই হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।
আবিদের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে তার পরিবার। একইসঙ্গে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন:








