রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

কেরানীগঞ্জে পাইকারি দোকানে ডাকাতি: ছয়জন গ্রেফতার, উদ্ধার লুটপাটের মালামাল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫ ২১:২১

শেয়ার

কেরানীগঞ্জে পাইকারি দোকানে ডাকাতি: ছয়জন গ্রেফতার, উদ্ধার লুটপাটের মালামাল
ছবি সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের দড়িগাঁও বাজারের একটি পাইকারি দোকানে সংঘটিত ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সাগর হোসেন, জাহিদ, হৃদয়, রাসেল, নাঈম ও হাবিব। তাদের কাছ থেকে লুটকৃত একটি ল্যাপটপ, একটি এলইডি টিভি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২০ জুলাই গভীর রাতে দড়িগাঁও বাজারে ব্যবসায়ী কেরামত আলীর পাইকারি দোকানে ১০-১২ জনের একটি ডাকাতদল তালা ভেঙে প্রবেশ করে মালামাল লুট করে। ঘটনার পরপরই দোকান মালিক কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে ছয় ডাকাতকে গ্রেফতার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম। এ সময় পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পুলিশ আরও জানায়, চক্রটির বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



banner close
banner close