রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

ঝালকাঠিতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫ ১৮:৫৩

শেয়ার

ঝালকাঠিতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
ছবি সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ সমির গাজী (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে রাজাপুর ইউনিয়নের শরীফ মার্কেট সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সমির গাজী রাজাপুর সদর এলাকার মৃত নুর মোহাম্মদ গাজীর ছেলে।

জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন আহমেদ পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সমির গাজীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি কালো ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা বাদামি কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় নীল পলিথিনে রাখা ছিল। উপস্থিত স্বাক্ষীদের সামনে মাদকদ্রব্যটি জব্দ করা হয়।

এসআই মহিউদ্দিন আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান জেলায় অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



banner close
banner close