রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

ভারতে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫ ১৭:৩৩

আপডেট: ২৩ জুলাই, ২০২৫ ১৭:৩৪

শেয়ার

ভারতে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভারতে পালিয়ে যাওয়ার সময়‌ একাধিক মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার সকালে তাকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই নেতার নাম শেখ সামাদ আজাদ। তিনি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আকিব আলীর বড় ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার শেখ সামাদ আজাদ মৌলভীবাজারের মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। তার পাসপোর্ট ‘স্টপলিস্ট’-এ থাকা ও একাধিক মামলার তথ্য অনুযায়ী বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইন, নাশকতা ও বিস্ফোরকসহ সাতটি মামলার আসামি শেখ সামাদ।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. মাহবুবু কালবেলাকে বলেন, মৌলভীবাজারে একাধিক মামলার আসামি হিসেবে পাসপোর্ট স্টপলিস্টে থাকায় ইমিগ্রেশনে তার নাম উঠে আসে। পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। মৌলভীবাজার থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।



banner close
banner close