রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

মিরসরাইয়ে গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি::

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫ ১৬:১৯

শেয়ার

মিরসরাইয়ে গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ
ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ২০ কেজি গাঁজাসহ সোহাগ হোসেন (৩১) ও মনির হোসেন (২২) নামের দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব-৭। বুধবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম। এরআগে সোমবার দিবাগত রাতে উপজেলার বারইয়ারহাট পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাদের জোরারগঞ্জ থানা হস্তান্তর করা করা হয়।

আটক সোহাগ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভমরকান্দি এলাকার মৃত সোজা মিয়া পুত্র, অন্যজন একই জেলার বরুড়া থানার কাটাখালা এলাকার মোঃ সেলিমের পুত্র মনির হোসেন।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় র‍্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি পিকআপ গাড়ী’কে থামানোর সংকেত দিলে গাড়ীটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরবর্তীতে গাড়ি তল্লাশি চালিয়ে ২০ কেজি মাদক উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

ওসি আব্দুল হালিম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।



banner close
banner close