রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫ ১১:১৮

শেয়ার

হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩
ছবি সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নূর আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে সিএনজি চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ডেবনা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-মাসুম মিয়া (২০), আসকির উল্যাহ (৫৫) ও আবুল হাসান (২৫)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ডেবনা ব্রিজ এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে মালামাল তুলছিল। এতে রাস্তার এক পাশ বন্ধ হয়ে যায়। সেই সময় নবীগঞ্জগামী একটি সিএনজি ট্রাকটিকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূর আলীকে মৃত ঘোষণা করেন। অপর তিনজন সেখানে চিকিৎসাধীন আছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে। সিএনজি ও পিকআপ জব্দ করা হয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”



banner close
banner close